বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) ও ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী) পদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) পদের পরীক্ষা ১৭ মে শুরু হবে পরীক্ষা। ওই দিন দুই শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। বেলা ১টা ও ২টায় হবে এ পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ মে। ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী) পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ মে। এ পরীক্ষা শেষ হবে ২৫ মে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) ও ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী) পদের মৌখিক পরীক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, কনফারেন্স রুম (২য় তলায়) অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসহ যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সেগুলো হলো—
১. আইকিউ ও লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি)
২. টেলিটক প্রদত্ত অ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)।
৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত চার (৪) কপি ছবি।
৪. জাতীয় পরিচয়পত্র ও জন্ম (নিবন্ধন) সনদের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।
৫. মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।
৬. সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।
৭. কম্পিউটার জ্ঞান ও দক্ষতাসংক্রান্ত সনদের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।
৮. অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টসের (যদি থাকে) মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি।
মৌখিকের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন